টম ক্রুজের লাফ আর বিলির গানে শেষ হলো অলিম্পিক
অলিম্পিক পতাকা নিয়ে টম ক্রুজ। এএফপি
গতকাল রাতে শেষ হয়েছে প্যারিস অলিম্পিক। সমাপনী অনুষ্ঠানে ছিল চোখধাঁধানো আয়োজন। এদিন হলিউড তারকা টম ক্রুজ, গায়িকা বিলি আইলিশসহ পারফর্ম করেন অনেকেই। খবর পেজ সিক্সের
স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসেন টম ক্রুজ। এএফপি
তিন ঘণ্টা ধরে চলে প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান। এটি একটি ফরাসি গান দিয়ে শুরু হয়েছিল। এরপর প্যারেড অব নেশনস অনুষ্ঠিত হয়। এরপর পারফর্ম করেন বেলজিয়ামের পপ গায়িকা অ্যাঞ্জেল ভ্যান উইক।
এরপর অস্ট্রেলিয়ার গোল্ডেন ভয়েজার ব্যান্ড অলিম্পিকের আবিষ্কার দেখায়। অ্যাঞ্জেল, কিউমিস্কি ও র্যাপার ওনেদাও ফরাসি ব্যান্ড ফিনিক্সের পারফরম্যান্সে অংশ নেন। এরপর পাঁচটি গ্র্যামি পুরস্কার বিজয়ী গ্যাব্রিয়েলা সারমিয়েন্টো উইলসন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত গেয়েছেন।
অনুষ্ঠানে পারফর্ম করেন হলিউড তারকা টম ক্রুজও। স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসেন তিনি।
টম ক্রুজ। এএফপি
এরপর সিমোন বাইলস এবং লস অ্যাঞ্জেলেসের মেয়রের কাছ থেকে অলিম্পিক পতাকা নিয়ে বাইকে সেই পতাকা নিয়ে চলে যান। পরের দৃশ্যে, তিনি পতাকা নিয়ে একটি প্লেন থেকে লাফ দিয়ে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করেন (এই দৃশ্যটি আগেই শুটিং করা হয়)।
Share this content:
Post Comment