অস্তিত্বহীন কোম্পানিতে আইসিবির ঋণ

নিয়ম লঙ্ঘন করে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ফলে ওইসব প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ আদায় করা সম্ভব হচ্ছে না। ঋণ অনাদায়ের কারণে;আইসিবির লোকসানের পরিমাণ বাড়ছে।

গত ২০ অক্টোবর সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ অনুমোদনে জড়িত আইসিবির কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন তারা। বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের জানান, সরকারের সদিচ্ছা সত্ত্বেও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণে ব্যর্থ হচ্ছে আইসিবি। কোম্পানিটির ঋণ আদায়ের হার সর্বোচ্চ ৩০ শতাংশ। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, অনেক অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়া হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পরিপ্রেক্ষিতে;আইসিবির কাছে দলিলসহ ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি এ বিষয়ে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি চিঠি পাঠিয়েছে বিএসইসি। চিঠি জারির সাত কার্যদিবসের মধ্যে আইসিবিকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।;

চিঠিতে বলা হয়, পুঁজিবাজারকে সুসংহত করতে আইসিবিকে সংসদীয় কমিটির নির্দেশ প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে উপযুক্ত বিষয়ে আইসিবিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ১১(২)-এর অধীনে সাত কার্যদিবসের মধ্যে উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় দলিলসহ ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

মন্তব্য করুন






আর্কাইভ