নারীদের  বরাদ্দের অর্থ সঠিকভাবে কাজে লাগানোর আহবান

কাজকে সহজ করতে জেলা পর্যায়ে নারীদের জন্য ওয়ান স্টপ সেন্টার স্থাপন করা করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আসন্ন;জাতীয় বাজেটে নারীদের উন্নয়নে থোক;বরাদ্দের অর্থ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান করা হয়। ;

গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নারী উদ্যেক্তাদের বাজেট ভাবনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিসার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।;

বক্তারা বলেন, নারী উন্নয়নের স্বার্থে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। অন্যের ওপর নির্ভরতা কমিয়ে নারীদের দক্ষ হতে হবে। কাজকে সহজ করতে জেলা পর্যায়ে নারীদের জন্য ওয়ান স্টপ সেন্টার স্থাপন করতে হবে। সেই সঙ্গে জাতীয় বাজেটে নারীদের উন্নয়নে বরাদ্দের অর্থ সঠিকভাবে কাজে লাগাতে আহবান করেন।;

এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্তী বলেন, নারী উদ্যেক্তাদের জন্য কি ধরনের সুবিধা দরকার তা আমরা পলিসি মেকারদের বুঝাতে পারছি না। তারা মনে করেন নারী উদ্যোক্তা মানে শ্রমিক, গার্মেন্টসকর্মীদের নিয়ে কাজ করা। নারীর উন্নয়নে বাজেট থোক;বরাদ্দ থাকলেও তা পেতে নানা জটিলতায় পড়তে হয়। সেখান থেকে বরাদ্দ পাওয়া যাচ্ছে না।

নারীর গৃহকর্মকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসলে জিডিপির আকার বাড়বে জানিয়ে প্রীতি চক্রবর্তী বলেন, নারীর উন্নয়ন ও তাদের দক্ষ হিসেবে গড়ে তুলার বিষয়টি বেসরকারী খাতে দেওয়া উচিত। সেই সঙ্গে নারীর উন্নয়নের জন্য বেরসকারী খাতে নির্দিষ্ট করে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবী রাখেন।

ওয়েল্ড প্রেসিডেন্ট ড. নাদিয়া বিনতে আমিন বলেন, আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আয়কর মুক্তসীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার দাবি;জানাই। এছাড়া প্রতিমাসে অনলাইনে ভ্যাট রিটার্ন না দিয়ে বছরে একবার দেওয়ার দাবি রাখেন। নারী উদ্যেক্তাদের জন্য বিদ্যমান করপোরেট করহার কমানো, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহার ৫ শতাংশ ব্যবধান রাখা, এগ্রো ব্যবসায় আয়কর মুক্ত সীমা বাড়ানোর দাবি;রাখেন।;

কার্বন নি:স্বরণ যেসব প্রতিষ্ঠানের জন্য হচ্ছে তাদের উপর বেশি কর আরোপ করার দাবি করেন। এছাড়া বাজেটে নারীদের জন্য রাখা থোক বরাদ্দ পাওয়ার বিষয়টি সহজ করার আহ্বান জানান তিনি বলেন, ৬৫ বছরের বেশি নারীদের আয়কর মুক্তসীমা সাড়ে ৫ লাখ টাকা করা, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত সীমা রাখার দাবি;জানান।

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ( ইআরএফ) প্রেসিডেন্ট শারমীন রিনভী বলেন, সরকার নারী উদ্যেক্তাদের জন্য পলিসি সাপোর্ট দিয়ে যাচ্ছে। প্রতি বছর বাজেটে নারী উদ্যেক্তাদের জন্য বরাদ্দ বাড়ছে। তবে কতটুকু নারী উদ্যেক্তারা পাচ্ছে সেটি স্পষ্ট নয়। বাজেটের কতটুকু নারী উদ্যোক্তারা বরাদ্দ পাচ্ছে, তার একটি সুনির্দিষ্ট তথ্য উপাত্ত থাকা উচিত। তাহলে কোন খাতের উদ্যোক্তারা বেশি বরাদ্দ পেয়ে এগিয়ে যাচ্ছে আবার কোন খাত পিছিয়ে পড়ছে তা দেখা যাবে।

বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণহার ও পরিধি বাড়াতে হবে জানিয়ে শারমীন রিনভী বলেন, মানবসম্পদকে কাজে লাগাতে হলে অদক্ষ নারীদের বিদেশে না পাঠিয়ে তাদেরকে দক্ষ করে সম্মানজনকভাবে কাজের ব্যবস্থা করতে হবে। তাতে বৈদেশিক মুদ্রা আয়ের প্রবাহ যেমন বাড়বে তেমনি দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে।;

অনুষ্ঠানে আসন্ন জাতীয় বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আয়করমুক্তসীমা বাড়ানো,লেনদেন ক্ষেত্রে করসীমা বাড়ানো, করপোরেট কর কমানোর সুবিধার দাবি;রাখেন। এছাড়া নারীদের কৃষি খাতের কর সুবিধা বাড়ানো, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের আয়কর সীমা বাড়ানো, অনলাইনে বছরে একবার ভ্যাট দাখিল করাসহ একগুচ্ছ দাবি;তুলে ধরেন।

মন্তব্য করুন






আর্কাইভ