নিয়মে পড়লে খালেদা জিয়া দাওয়াত পাবে

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব ব্যাংককেও দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে বলেন, খালেদা জিয়া উদ্বোধনী;অনুষ্ঠানে;নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দাওয়াত পাবে। গতকাল শনিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে নারী গাড়ি চালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন ব্র্যাক। আগামী ২৫ জুন সকাল ১০টায় পদ্মা সেতুর উদ্বোধন করেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।;
পদ্মা সেতুর উদ্বোধনীর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাওয়াত পাবেন কিনা-;এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেবো। এখন উনি তো সাজাপ্রাপ্ত। বিএনপি চেয়ারপারসন হিসেবে পাওয়ার কথা। তবে আমরা নিয়ম জেনে দেবো। বিরোধীরা সবাই পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানে দাওয়াত পাবে। বিএনপি নেতারাও দাওয়াত পাবেন। দেশের সকল বিরোধী, ডান-বামসহ সবাই দাওয়াত পাবেন। কারণ এটি জাতীয় অনুষ্ঠান।
বিএনপির অন্য নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের ;বলেন, ফখরুল এবং বিএনপির কিছু নেতা আবোল-তাবোল বকছেন। তাদের আসলে মাথা খারাপ হয়ে গেছে। তারা পদ্মা সেতুকে সহ্য করতে পারছে না। তারা মেট্রোরেলকে সহ্য করতে পারছে না। এগুলো তারা জীবনে দেখেওনি। করেওনি। শেখ হাসিনা করছেন, এজন্য তাদের ক্ষোভ।;তাদের বুকে বিষ ব্যথা। ব্যথার জ্বালায় জ্বলছে।
উল্লেখ্য দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে যাওয়ার পর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে পরিবারের আবেদনে সরকার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয়। এরপর তিনি বিদেশে যেতে চাইলেও আইনি জটিলতায় পারেননি। সেই থেকে বাসায় অবস্থান করছেন।
মন্তব্য করুন