নো ডিভিডেন্ড ঘোষণা ২৮ কোম্পানির

পুঁজিবাজারের নিয়ন্ত্রকদের কঠোর অবস্থানের পরও ২৮ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের নো ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে লাভবান ৩ কোম্পানি রয়েছে।
সম্প্রতি পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮টির পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। তবে নিয়মিত ডিভিডেন্ড দেয় না, এমন কিছু কোম্পানির পর্ষদ সভা এখনো বাকি রয়েছে। যদিও জুন ক্লোজিং কোম্পানিগুলোর জন্য ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় সভা অনুষ্ঠিত করার নির্ধারিত সময় গত ৩১ অক্টোবর শেষ হয়ে গেছে। যাতে এই নো ডিভিডেন্ড দেওয়া কোম্পানির সংখ্যা বাড়তে পারে।
ডিভিডেন্ড ঘোষণা না করা ২৮টি কোম্পানির মধ্যে ৩টির লাভবানে হয়েছে। নো ডিভিডেন্ড ঘোষনা দেওয়া কোম্পানিগুলো হলো- জেনারেশন নেক্সট, কে অ্যান্ড কিউ, বিডি থাই অ্যালুমিনিয়াম, ফাঁস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, বিআইএফসি, জিল বাংলা সুগার, ফনিক্স ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, শ্যামপুর সুগার মিলস, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, খুলনা প্রিন্টিং, জাহিন স্পিনিং, ফার কেমিক্যাল, রেনউইক যজ্ঞেশ্বর, জুট স্পিনার্স, সিভিও পেট্রোকেমিক্যাল, তুং হাই নিটিং, মেঘনা কনডেন্সড মিল্ক, আর.এন স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ, আজিজ পাইপস, স্ট্যান্ডার্ড সিরামিকস, সাভার রিফ্রেক্টরিজ, দুলামিয়া কটন, মেঘনা পেট এবং আনলিমা ইয়ার্ন। এদের মধ্যে লাভবান ৩ কোম্পানির হলো- জেনারেশন নেক্সট ফ্যাশন, কে অ্যান্ড কিউ এবং বিডি থাই অ্যালুমিনিয়াম।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর নো ডিভিডেন্ড দেওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে কঠোর অবস্থা নেওয়া শুরু করে। এরই মধ্যে দু-একটি কোম্পানির কর্তৃপক্ষকে নো ডিভিডেন্ড দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে তলব করেছে। নো ডিভিডেন্ডের একই প্রসঙ্গে বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, আমরা বিনিয়োগকারীদের স্বার্থে এ বিষয়ে কঠোর অবস্থানে আছি। এজন্য ব্যাখ্যা চেয়ে নো ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোকে তলব করা হচ্ছে। যারা সঠিক ব্যাখ্যা দিতে পারবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।;
মন্তব্য করুন