পদ্মা সেতুর কারনে মানুষ নির্বিঘ্নে ঈদ বাড়িতে

পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এবার ঈদে সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে।;

উত্তরাঞ্চল রুটে সমস্যা বেশি হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কিন্তু সেটি হওয়ার কথা ছিল না। তবে পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ নির্বিঘ্নে বাড়িতে গিয়ে ঈদ করেছে।

মন্তব্য করুন






আর্কাইভ