বাসে চাপ নেই যাত্রীদের
ঈদের ছুটি শেষ হলেও রাজধানীতে মানুষ ও যানবাহনের (বাস) চাপ তেমন বাড়েনি। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। বিভিন্ন অঞ্চল থেকে কিছুক্ষন পরপর আন্তঃজেলা বাস আসছে। কোন বাসই পূণ যাত্রী নিয়ে ঢাকায় প্রবেশ করেনি। এছাড়া ঢাকার সড়কে নেই যানজট। ফাঁকায় রয়েছে ঢাকা।
নোয়াখালী থেকে রাজধানীতে ফিরেছেন রহমান। তিনি বলেন, ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরেছে। বাসের প্রায় ৩০ ভাগ যাত্রীর সিট ফাঁকা ছিল।;
গত ১০ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৯ থেকে ১১ জুলাই তিনদিন সরকারি ছুটি ছিল। এর আগের দিন (৮ জুলাই, শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এর ফলে চারদিনের ছুটি শেষে সরকারি চাকরিজীবীদের ঈদের পর আজ প্রথম কর্মদিবস। ঈদুল আজহা উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত প্রায় ৬৬ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসেব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনটি জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।;
মন্তব্য করুন