রণবীর ৩৮৮ আর আলিয়া ৮৬ কোটি টাকার মালিক

১৪ এপ্রিল সেই বিশেষ দিন। এদিনই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর ও আলিয়া। মুম্বাইতে রণবীরের পৈতৃক ভিটায় অত্যন্ত আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হবে সেই বিয়ে। এখানেই গাঁটছড়া বেঁধেছিলেন রণবীরের মা–বাবা, অর্থাৎ নীতু ও ঋষি কাপুর। ১৩ এপ্রিল হবে মেহেদির অনুষ্ঠান। ১৩ থেকে ১৭ এপ্রিল হবে বিয়ের নানান আচার-অনুষ্ঠান। ৪৫০ অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়েছে
বিয়ের পরের গ্র্যান্ড রিসিপশনের রাতে হাজির থাকবেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, মনীশ মালহোত্রা, কারিনা কাপুর খান, সাইফ আলী খান, কারিশমা কাপুর, আয়ান মুখার্জী, সঞ্জয় লীলা বানসালি, বরুণ ধাওয়ান, জোয়া আখতার, অর্জুন কাপুর, মাসাবা গুপ্তাসহ আরও অনেকে;আলিয়া আর রণবীরের বিয়ের দিন দেশ-বিদেশের নানা কুইজিনের ব্যবস্থা করা হচ্ছে। ইতালিয়ান, মেক্সিকান, চাইনিজ, থাই, পাঞ্জাবি, মোগলাই, আফগানিসহ আরও নানা পদের খাবার। কেবল ‘ফুড কাউন্টার’–ই থাকবে ৫০টির বেশি। এদিকে কাপুর পরিবারের হবু বউ আলিয়া ‘ভেগান’। তাই ভেগানদের কথা মাথায় রেখে শুধু ভেগান আর নিরামিষাশীদের জন্য থাকবে ২৫টি বিশেষ কাউন্টার
২০১৮ সালের মে মাসে সোনম কাপুরের বিয়েতে হাতে হাত রেখে হাজির হয়েছিলেন এ জুটি। এভাবেই নিজেদের সম্পর্ককে ‘অফিশিয়াল’ করেছিলেন তাঁরা। এর আগে দুজনই একাধিক প্রেম করেছেন। আলিয়ার প্রাক্তন প্রেমিকের তালিকায় আছেন বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে রণবীরের ‘এক্স’রা হলেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ
মন্তব্য করুন