সিএসইর কৌশলগত বিনিয়োগকারী হলো বসুন্ধরার এবিজি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কৌশলগত বিনিয়োগকারী হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে এবিজি লিমিটেড। এটি বসুন্ধরা গ্রুপের একটি প্রতিষ্ঠান। সিএসইর ২৫ শতাংশ শেয়ার কেনার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি এই পুঁজিবাজারের মালিকানায় কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত হলো।

গত রবিবার রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে দুই প্রতিষ্ঠানের মধ্যে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি স্বাক্ষর হয়। সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক এবং এবিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর চুক্তিতে সই করেন।;

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান পুঁজিবাজারে আগ্রহী ছিলেন না। তাই যখন শুনলাম তারা সিএসইর কৌশলগত বিনিয়োগকারী হচ্ছেন, তখন আশ্চর্য হয়েছি। তবে তাদের পুঁজিবাজারে আসা সুখবর। তারা সাহসী উদ‍্যোগ নিয়েছে। যারা এমন উদ‍্যোগ নিয়ে সফল হন।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান যত নতুন নতুন খাতে বিনিয়োগ করেছেন, তাতে অন‍্য ব‍্যবসায়ীরা অনুসরন করেছে জানিয়ে সালমান এফ রহমান বলেন, তাই উনার (বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান) পুঁজিবাজারে বড় বিনিয়োগের পরে উপস্থিত ব‍্যবসায়ীদেরকে এই বাজারেও তাকে অনুসরনের আহবান করেন। এর মাধ‍্যমে পুঁজিবাজারকে ভাইব্রেন্ট করার জন‍্য বলেন তিনি। কারন আমাদের পুঁজিবাজারের আকার ছোট।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বৃটিশ আমেরিকান টোব‍্যাকোসহ অনেক কোম্পানি নামমাত্র শেয়ার ইস‍্যু করে তালিকাভুক্ত হয়েছে। এর মাধ্যমে ওইসব কোম্পানিগুলো অধিকাংশ ডিভিডেন্ড নিয়ে যাচ্ছে। এছাড়া অনেক তালিকাভুক্ত কোম্পানির সঠিক আর্থিক হিসাব প্রকাশ করা হয় না। এ বিষয়গুলোর দিকে বিএসইসিকে নজর দেওয়ার অনুরোধ করছি।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, চুক্তির ফলে পুঁজিবাজারে একটি প্লাটফর্ম তৈরি হলো। আশা করি, এটি নতুন দিগন্ত উন্মোচিত করবে। দেশের পুঁজিবাজার উপকৃত হবে।;

সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সিএসইর পরিচালক মেজর (অবসরপ্রাপ্ত) এমদাদুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের কো চেয়ারম্যান সাদাত সোবহান তানভীর, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল প্রমুখ।

উল্লেখ্য কৌশলগত বিনিয়োগকারী হিসেবে এবিজি লিমিটেড সিএসইর ২৫ শতাংশ শেয়ার কিনবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ার ১৫ টাকা দরে মোট ১৫ কোটি ৮৬ লাখ ৩০ হাজার শেয়ার প্রায় ২৩৮ কোটি টাকায় কিনবে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সিএসইর পরিশোধিত মূলধন ৬৩৪ কোটি ৫২ লাখ টাকা। শেয়ার সংখ্যা ৬৩ কোটি ৪৫ লাখ ২০ হাজার। এই স্টক এক্সচেঞ্জ থেকে সবশেষ ২০২০-২১ অর্থবছরের ব‍্যবসায় শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়া হয়েছিল।

মন্তব্য করুন






আর্কাইভ